Services
What We Offer
Our Psychology ServicesClinical Assessment
To evaluate an individual's functioning in multiple areas and to inform and facilitate recommendations intended to improve functioning in one or more areas, a clinical assessment is conducted by highly trained psychologists of our team.Individual Counseling
One-to-one psychotherapy sessions to improve your quality of life, explore personality and possibilities, resolve trauma and childhood issues, increase productivity and become functional in day-to-day life. Our extraordinary team of psychologists will help you to reveal your true potential and unleash your maximum capabilities.Family Counseling
A family is an ultimate place where a person can grow, develop and unleash true potential. Any issues can affect the mental health of every family member and raise conflicts. Family counseling offers you a smart way to deal with family issues.Child Counseling
A child can suffer from mental health issues. Unfortunately, they suffer in silence with fear, anger, and guilt feelings. Child counseling helps you to create a safe space for them. Child counseling helps the child to be more confident, and a great communicator.Couple Counseling
Many couples have difficulties with feelings, communication, and understanding. Sometimes these gaps lead to breakup/divorce or unexpected ending. Couple Counseling helps you to improve your romantic relationship with your partner.You give but little when you give of your possessions. It is when you give of yourself that you truly give.
~ Kahlil GibranABOUT FAYSAL RAFI & ASSOCIATES
A Comprehensive Partner For Your Mental HealthFaysal Rafi & Associates is a mental health consultancy firm established by young psychologist Faysal Ahmed Rafi to promote mental health wellbeing among organizations. We have a team of young mental health experts who are providing the solution for mental health challenges in the 21st century. Modern era demands a dynamic approach to solve mental health issues and that dynamic approach can be developed by the young professionals who’s scientific knowledge facilitates psychological tools & intervention and is compassionate towards others. We are proud to be equipped with such measures that make us unstoppable.
MORE ABOUT US
OUR BLOG
Read to accelerate your wellbeingYes, it’s true Psychotherapy Helps!
ঘটনা একসামনে বসে আছেন শাহেদ ও তনিমা (ছদ্মনাম), তাদের ৫বছরের সংসার জীবন। দুজন এক সাথে এসেছেন কাপল কাউন্সেলিং এর জন্য। পরস্পরের প্রতি অভিযোগ যে দুজনেই #পরকীয়ায় জড়িত (সন্দেহ), তাছাড়া প্রায় প্রতিদিন ঝগড়া ও মারামারি ঘটনাও ঘটছে। দুজনেই অভিযোগের কিছু অংশ স্বীকার করে নিয়েছেন এবং সে কি কারণে এমন কাজ করেছে সেটা সে ব্যাখ্যা করেছে। কিন্তু কেউ কারো ব্যাখ্যায় সন্তুষ্ট নয়, তাই #ডিভোর্স দিতে চাচ্ছেন
DIVORCE AND COMPATIBILITY ISSUES REALITY CHECK FOR COUPLES
যেকোন বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের কারণ হিসেবে অনেকেই একক ভাবে পরকীয়াকে দায়ী করে, অথচ অধিকাংশ বিবাহবিচ্ছেদ ঘটে শুধু মাত্র নিজেদের মধ্যকার Compatibility সম্পর্কে না জানার কারণে। তাই কয়েকটি বিষয় জানা জরুরী।
প্রথমত, বিবাহ বিচ্ছেদের বহুবিদ কারণ রয়েছে, পরকীয়া হলো অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটি সম্ভাব্য ফ্যাক্টর মাত্র, এমন কি অনেক বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে সহিংসতা, যৌতুক, মানসিক ও শারীরিক নির্যাতন থাকে। তাই বিবাহ বিচ্ছেদ মানেই পরকীয়ার কারণে হচ্ছে এমনটা ভাবার কোন কারণ নাই। বিবাহ বিচ্ছেদের কারণগুলো যুগে যুগে বিবর্তিত হচ্ছে, কাপলদের প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে। আগের মুরুব্বিদের কাছে যা স্বাভাবিক এখন তরুণ দম্পতিদের মাঝে সেগুলো অগ্রহণযোগ্য। তাই বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে আধুনিক যুগে এমন অনেক ইস্যু উঠে আসছে যা হয়তো Compatibility Check করার মাধ্যমে প্রথম দিকেই চিহ্নিত করা যেতো বা সমাধান করা যেতো।
পাশ নম্বর
সাত বছরের মাহিনকে আম্মু বলেছিল সৃষ্টিকর্তা আমাদের দুঃখ কষ্ট দেয় পরীক্ষা হিসেবে, পাশ করলে অনেক ভালো ভালো উপহার পাবো আমরা। তখন মাত্র মাহিন পরীক্ষা কি বুঝতে শিখেছে, স্কুলে নিয়মিত যাওয়া আসা করছে। বছর খানেক পরে সেই ছোট্ট মাহিন ক্যান্সার আক্রান্ত মায়ের বিছানার পাশে দাড়িয়ে হাতজোড় করে সৃষ্টিকর্তাকে বলছে, “হে আল্লাহ, দয়া করে এই পরীক্ষাটি আমার জন্য আরো কঠিন করো না, আমি হয়ত আর কখনোই পাশ করতে পারবো না। আমার আম্মুকে নিয়ে যাইও না প্লিজ।”
WE PROVIDE
Complete Mental Health Care For You And Your Loved OnesFaysal Rafi & Associates established with the aim of providing capacity
building programs, trainings and consultations for mental health wellbeing of
youth. Our programs are person centered, evidence based and solution
focused, so that it can have maximum utilization of organization’s resources