মারা তো সকলেই যায়, কিন্তু আসলেই বেচেঁ ছিল কতজন?

সেনেকা, রোমান দার্শনিক লুকিউস আন্নাউস সেনেকা মূলত পরিচিত স্টয়িকবাদের অনুসারী ও প্রচারের জন্য। তার আরেকটি পরিচয় হল তিনি ছিলেন রোমান সম্রাট নীরু র শিক্ষক। এক রাজকর্মচারীকে লেখা চিঠির বিষয়বস্তু নিয়ে রচিত অন দ্যা শর্টনেস অফ লাইফ গ্রন্থে উঠে আসে জীবনের প্রতি সেনেকার দর্শন, উপলব্ধি এবং মন্তব্য।

জীবনকে উপভোগ করার জন্য আমাদের আসলে অপেক্ষা করার প্রয়োজন নেই, আমরা চাইলে এখনি করতে পারি। নিজেদেরকে তৈরি করে তারপর উপভোগ করার যে ধারণা সেটাকে প্রশ্নবিদ্ধ করেছেন সেনেকা আরো দুই হাজার বছর আগেই। প্রতিটা মুহূর্ত বেচেঁ থাকার জন্য চমৎকার একটা সুযোগ, যেখানে আমাদের অতীত বা ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে না। বর্তমানের যে ক্ষমতা বা সৌন্দর্য্য সেটা পুরোপুরি আস্বাদিত করতে হলে আমাদের মুক্ত হতে হবে অতীতের বোঝা থেকে অথবা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে। বাঁচতে হলে এখনি বাঁচুন, ভবিষ্যতের জন্য অপেক্ষা করে নয়।

আমাদের জীবন ছোট নয়, কিংবা আমাদের কে বেচেঁ থাকার জন্য কম সময় দেওয়া হয় নি। আমরা অপাত্রে সময় অপচয় করি বলেই মনে হয় আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তাই নিজের জীবনকে ভালোভাবে বুঝে উঠা টা জরুরি, বিশেষ করে নিজের অনুভূতি, চিন্তা ও আচরণকে। নিজেকে যত ভালোভাবে বুঝবো আমরা ঠিক ততটাই অন্যকে বুঝতে পারবো, সর্বোপরি মেনে নিতে পারবো নির্দ্বিধায়। আর এই বুঝাবুঝির সর্বশেষ ফলাফল হলো বর্তমান মুহূর্তে নিজের জীবনকে উপভোগ করা, অর্থাৎ যে পদক্ষেপ নেওয়া দরকার তখন আমরা সেটা নিতে পারবো।

বর্তমানে মাইন্ডফুলনেস টার্মটা র সাথে আমরা অনেকেই পরিচিত, বিশেষ করে আমি নিয়মিত প্রফেশনাল ও পার্সোনাল লাইফে এই টার্ম টা ব্যবহার করি। আধুনিক যুগে এসে পশ্চিমে শুরু হলেও বর্তমানে সারা বিশ্বেই মাইন্ডফুলনেস এর কদর বাড়ছে, বিশেষ করে থেরাপিউটিক কর্মকাণ্ডে এর কার্যকারিতা বেশ লক্ষণীয়। যদিও সর্বত্র এর ব্যবহারে নানা ফ্রেমওয়ার্ক, জটিল থেরাপিউটিক পদ্ধতি, কিংবা গুরুত্ব বুঝাতে ভারী ভারী শব্দের প্রয়োগ দেখা যায়, কিন্তু আমার কাছে বিষয়টা সবসময়ই বেশ সহজ ও সর্বজনীন মনে হয়েছে।

আধুনিক থেরাপিউটিক টেকনিক কিংবা তাত্ত্বিক দিক যদি আমি বাদ দেই, তবে দেখতে পাই সেই আদিকাল থেকেই মানুষের মাঝে আসলে মাইন্ডফুলনেস চর্চা চলে আসছে। প্রতিটা সভ্যতায়, প্রতিটা দর্শনে, প্রতিটা ধর্মীয় অনুশাসনে, প্রতিটা সাহিত্যে কোন না কোন ভাবে উঠে এসেছে কিভাবে বর্তমান মুহূর্তে জীবনকে উপভোগ করা যায় এবং জীবনকে আরো বেশি অর্থপূর্ণ করা যায়। নানা রকম দিকনির্দেশনা থাকলেও মূলত লক্ষ্য একটা ই, নিজের চিন্তা অনুভূতি ও আচরণকে বুঝতে পারা, চারপাশ সম্পর্কে সচেতন হওয়া, বর্তমান কে মেনে নেওয়া কোন প্রকার বিচার না করে, তবেই আমাদের শান্তি মিলবে, সেই সাথে মিলবে পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা ও পদক্ষেপ গ্রহণ করার আত্মবিশ্বাস।

বুদ্ধ দর্শনের শূন্য অনুভব করা কিংবা সেনেকার বর্তমান কে উপভোগ করা, বাউল লালনের সিদ্ধিলাভ, কিংবা সৃষ্টিকর্তার ফানা চাওয়া, সবখানেই যেন কোন এক গুঢ় মন্ত্রে উজ্জীবিত মানব সত্তা মনে প্রাণে চেষ্টা করছে নিজের অতীত কিংবা ভবিষ্যতের বোঝা থেকে মুক্তি লাভ করতে সেই সাথে পুনর্জন্ম গ্রহণ করতে এমন এক নতুন দুনিয়ায় যেখানে অপেক্ষা করছে চূড়ান্ত স্বাধীনতা অথবা শান্তির। আর সেটাই লুকিয়ে আছে বর্তমানের ঠিক এই মুহুর্তের মাঝে, যেটাকে আমরা একেক সময় একেক নামে অভিহিত করার চেষ্টা করছি, গ্লোরীফাই করছি নানা তাত্বিক ও জটিল রহস্য কথা দিয়ে।

অথচ বিষয়টা খুবই সহজ, জীবনকে উপভোগ করতে প্রয়োজন বর্তমান মুহূর্ত সম্পর্কে সচেতন হওয়া, নিজের অনুভূতি, আচরণ ও চিন্তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা, বিষয়গুলোকে কোন বিচার না করে মেনে নেওয়া, সেই সাথে নিজের ও অন্যের অনুভূতির প্রতি সহমর্মী হওয়া। ব্যাস, আপনি পেয়ে যাবেন আপনার করনীয় বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা, সেই সাথে জীবনকে উপভোগ করার মূলমন্ত্র।

মৃত্যুর অপেক্ষা না করে আগে বেচেঁ থাকাটা উপভোগ করুন, জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে।

ধন্যবাদ
ফয়সাল আহমেদ রাফি

Image
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Enim ad minim veniam, quis nostrud exercitation ullamco

Sinead Bailey

Volunteer
I greatly appreciate Faysal Rafi Bhaia's support during my hardest time. I took his sessions after trying with couple more psychologists and found his ones so helpful for me. Bhaia is always very important for counseling. He listened to everything I had to tell him. And he would suggest me something which was doable and wouldn't create much pressure on me. One more thing I want to add which I liked about his counseling that he went over my background, from the very beginning of my life, for understanding me better. To my understanding every patient is different and this is very important to know where they have come from and what thry have gone through in their past. He tried to know me first and after listening a lot from me he suggested me some solitions those perfectly worked for me. I absolutely loved the way he handeled my situation. I will be indebted to him for keeping me calm and patient during my most hard time of life. I wish him all the best with his career and all his future endeavours.

Azbina Rahman Oni

Client
আমি ভাইয়ার কাছে কখনো কাউন্সিলিং করিনি, তবে মনের স্কুলের মাধ্যমে রাফি ভাইয়ার ট্রেনিং এর ওয়ার্কশপ অংশগ্রহণ করার সুযোগ যেমন পেয়েছি, তেমনি এগুলো ভাইয়ার সাথে আয়োজন করার অভিজ্ঞতাও হয়েছে। তিনি কেবলমাত্র একজন সাইকোলজিস্ট হিসেবে না, মানুষ হিসেবেও অসাধারণ। আমার কাছে কেউ কাউন্সেলর রিকমান্ডেশন চাইলে প্রথমেই "ফয়সাল রাফি" নামটা আসে। বাংলদেশের মানসিক স্বাস্থ্যসেবা খাতে আপনার মত আরো অনেক মানুষ দরকার আমাদের।

Fairooz Faizah Beether

Client
রাফি ভাইয়ার সাথে প্রথম যেদিন পরিচয় হয়েছিল, ওইদিন থেকে আজ পর্যন্ত মনের স্কুলের এবং আমাদের টিমকে কতটা সাপোর্ট দিয়েছে সেটা অতুলনীয়। কাজের পাশাপাশি রাফি ভাই মানুষ হিসেবেও একজন মনের মানুষ, সব ধরনের সাপোর্ট পেয়েছি ভাইয়ার থেকে পুরোটা সময়। মনের স্কুল সবসময় রাফি ভাইয়ার প্রতি কৃতজ্ঞ থাকবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবসময় এভাবে মনের স্কুলের পাশে থাকার জন্য।

Arif Islam

Client
আমি মানসুরা, নিজেকে হারিয়ে ফেলেছিলাম বেশ কিছুদিন আগে। হারিয়ে ফেললে ভুল হবে খুঁজেই পাচ্ছিলাম না নিজেকে আসলে। এখন ফিরিয়েছি নিজেকে, নতুন করে নিজের সাথে পরিচয় করিয়ে, যায় পুরো ক্রেডিট আমি ফয়সাল রাফিকে দিবো। হারিয়ে ফেলা ১০ টি বছর আমাকে ফিরিয়ে দিয়েছেন এমনকি শিখিয়েছেন সব কিছুর মধ্যে ভালো থাকার কৌশল। তার চিন্তা ভাবনার কাছে আমার সমস্যাগুলো, কষ্টগুলো অদ্ভুত সুন্দর। কষ্ট বলতে আসলে কিছুই নেই। প্রতিনিয়ত নিজেকে মেরে ফেলতে চাওয়া মানুষটাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন জীবনের বেচেঁ থাকার উদ্দেশ্য। শিখিয়েছেন কঠিন পথগুলো কতটা সুন্দর মানিয়ে নিলে, হাজারো মানুষের ভীড়ে কতটা সুন্দর "বেচেঁ থাকাটা আমি" ধন্যবাদ রাফি স্যার, আমার নিজেকে গুছাতে হেল্প করার জন্যে।

Mansura Islam

Client
I've taken both individual and couple therapy with Faysal Rafi Bhaiya. This experience has changed my thinking ability and pattern for good. He's been very kind and attentive during the sessions. He has a personality where I had no problems sharing everything of my life. I would say, he has a great listening skill, which is a rare quality. Rafi bhaiya has gone through all parts of my life in details, remembering even small things I ever said, to find out the patterns and traumas in my life, which definitely made me so comfortable during the sessions. I would say this experience made me confident to overcome my problems, to understand and accept situation better than ever. I had and will recommend Faysal Rafi to my peers as a dependable psychologist in Dhaka. I wish him all the best.

Progga Paromita

Client

    OUR BLOG

    Read to accelerate your wellbeing
    Placeholder Image

    Yes, it’s true Psychotherapy Helps!

    ঘটনা একসামনে বসে আছেন শাহেদ ও তনিমা (ছদ্মনাম), তাদের ৫বছরের সংসার জীবন। দুজন এক সাথে এসেছেন কাপল কাউন্সেলিং এর জন্য। পরস্পরের প্রতি অভিযোগ যে দুজনেই #পরকীয়ায় জড়িত (সন্দেহ), তাছাড়া প্রায় প্রতিদিন ঝগড়া ও মারামারি ঘটনাও ঘটছে। দুজনেই অভিযোগের কিছু অংশ স্বীকার করে নিয়েছেন এবং সে কি কারণে এমন কাজ করেছে সেটা সে ব্যাখ্যা করেছে। কিন্তু কেউ কারো ব্যাখ্যায় সন্তুষ্ট নয়, তাই #ডিভোর্স দিতে চাচ্ছেন
    Learn More
    Placeholder Image

    DIVORCE AND COMPATIBILITY ISSUES REALITY CHECK FOR COUPLES

    যেকোন বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের কারণ হিসেবে অনেকেই একক ভাবে পরকীয়াকে দায়ী করে, অথচ অধিকাংশ বিবাহবিচ্ছেদ ঘটে শুধু মাত্র নিজেদের মধ্যকার Compatibility সম্পর্কে না জানার কারণে। তাই কয়েকটি বিষয় জানা জরুরী। প্রথমত, বিবাহ বিচ্ছেদের বহুবিদ কারণ রয়েছে, পরকীয়া হলো অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটি সম্ভাব্য ফ্যাক্টর মাত্র, এমন কি অনেক বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে সহিংসতা, যৌতুক, মানসিক ও শারীরিক নির্যাতন থাকে। তাই বিবাহ বিচ্ছেদ মানেই পরকীয়ার কারণে হচ্ছে এমনটা ভাবার কোন কারণ নাই। বিবাহ বিচ্ছেদের কারণগুলো যুগে যুগে বিবর্তিত হচ্ছে, কাপলদের প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে। আগের মুরুব্বিদের কাছে যা স্বাভাবিক এখন তরুণ দম্পতিদের মাঝে সেগুলো অগ্রহণযোগ্য। তাই বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে আধুনিক যুগে এমন অনেক ইস্যু উঠে আসছে যা হয়তো Compatibility Check করার মাধ্যমে প্রথম দিকেই চিহ্নিত করা যেতো বা সমাধান করা যেতো।
    Learn More
    Placeholder Image

    পাশ নম্বর

    সাত বছরের মাহিনকে আম্মু বলেছিল সৃষ্টিকর্তা আমাদের দুঃখ কষ্ট দেয় পরীক্ষা হিসেবে, পাশ করলে অনেক ভালো ভালো উপহার পাবো আমরা। তখন মাত্র মাহিন পরীক্ষা কি বুঝতে শিখেছে, স্কুলে নিয়মিত যাওয়া আসা করছে। বছর খানেক পরে সেই ছোট্ট মাহিন ক্যান্সার আক্রান্ত মায়ের বিছানার পাশে দাড়িয়ে হাতজোড় করে সৃষ্টিকর্তাকে বলছে, “হে আল্লাহ, দয়া করে এই পরীক্ষাটি আমার জন্য আরো কঠিন করো না, আমি হয়ত আর কখনোই পাশ করতে পারবো না। আমার আম্মুকে নিয়ে যাইও না প্লিজ।”
    Learn More

    WE PROVIDE

    Complete Mental Health Care For You And Your Loved Ones
    Faysal Rafi & Associates established with the aim of providing capacity building programs, trainings and consultations for mental health wellbeing of youth. Our programs are person centered, evidence based and solution focused, so that it can have maximum utilization of organization’s resources